তরমুজ ব্যবসায়ীদের মাথায় হাত
- প্রকাশের সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৩০ বার পঠিত
আজ পহেলা এপ্রিল ঢাকার বাজারে বর্তমানে তরমুজের দাম অনেকটা কমেছে। রোজার আগে প্রতি ১০ কেজি ওজনের তরমুজের দাম ছিল ৮০০ টাকার মতো সেটি এখন দাম কমে ৩০০ থেকে ৩৫০ ৪০০ টাকা হয়েছে। অর্থাৎ তরমুজের প্রতি কেজি দাম ৮০ টাকা থেকে 30 থেকে 40 টাকা পর্যন্ত নেমে এসেছে।
বর্তমানে বাজারে সরবরাহের বৃদ্ধির পরিমাণ বেশি হওয়ার কারণে আর সেই সাথে দাম বৃদ্ধির কারণে সামাজিক যোগাযোগ যেমন ফেসবুক টুইটারে বয়কটের দ্বারা এসেছে। উক্ত বয়কটে ভোক্তরা ব্যাপকভাবে সাড়া দেওয়ার ফলে তরমুজের দাম অতিরিক্ত কমে এসেছে। হঠাৎ করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে বিক্রেতাগণ দিশেহারা হয় এখন এক কেজির পরিবর্তে ১ পিস হিসেবে তরমুজ বিক্রি করছেন।
রাজধানীর মালিবাগ কাওরানবাজার মগবাজার এবং বাদাম তলির ফল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে যে দাম বেশি থাকার কারণে রোজার প্রথমদিকে তরমুজ বিক্রির খুবই কমে গিয়েছিল। যদিও তখন কৃষক বা ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় অপুষ্ট তরমুজ বিক্রি করেছিলেন।
তবে এই তরমুজের তেমন কোন সাধই ছিল না আর এটিও তরমুজ বিক্রি কম আর একটি কারণ হতে পারে। বর্তমানে বাজারে যে সকল তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলো পরিপক্ক এবং পরিপক্ক, তেমনি দামেও আগের তুলনায় অনেক কম যার ফলে বক্তারা তরমুজ কিনতে আগের চাইতে শুরু করেছে বেশি।
তথ্যসূত্র: প্রথম আলো